Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

ইন্দুরকানীতে ৩০ মিনিটের কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৪, ০৫:২১ পিএম


ইন্দুরকানীতে ৩০ মিনিটের কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

পিরোজপুরের ইন্দুরকানীতে ৩০ মিনিটের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, রোববার সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নে গাছ পড়ে বেশ কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যায়। এছাড়াও কলার ক্ষেত ও মৌসুমি ফসলের ক্ষেত লন্ডভন্ড হয়ে যায়।

এ সময় বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে অনেক বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

পাড়েরহাট ইউপি সদস্য খায়রুল বাসার বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমার নিজেরই দুই বিঘা জমিতে প্রায় দুই হাজার কলাগাছ বিধ্বস্ত হয়েছে এবং আমার ওয়ার্ডে মিজান, হাফিজের বসতবাড়ি গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে।

এ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে ঘরবাড়িসহ প্রায় দশ বিঘা জমির কলাগাছ ও ফসলের ক্ষতি হয়েছে বলে খোঁজ পেয়েছি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, পাড়েরহাট ইউনিয়নের বেশ কিছু ঘর-বাড়িতে গাছ পড়ে বিধ্বস্ত, কলাক্ষেত ও ফসলি জমির ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নে উল্লেখযোগ্য কোন ক্ষয়ক্ষতির খবর পাইনি। জেলা প্রশাসনকে ইতিমধ্যে ক্ষয়ক্ষতির রির্পোট প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

ইএইচ

Link copied!