Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৪, ০৫:৪৩ পিএম


হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় সিএনজি চালিত যাত্রীবাহী এক অটোরিকশা এতে সুনীল মহাজন (১) নামে এক শিশু নিহত হয়েছে। 
আহত হয়েছে আরও চারজন।

রোববার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের উত্তরে মহাসড়কের উপর ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- শাশ্বত ঋত্বিক মহাজন (৩৪), ঋদ্ধি দাস (১৪) ও মনীষা দাস (২৪)। তারা সবাই লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশার চালক মোহাম্মদ ইয়াকুব গুরুতর আহত হয়েছে, তবে তার বাড়ির ঠিকানা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ আনিস বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মন্নান বলেন, ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইএইচ

Link copied!