Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে নারী নিহত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৪, ০৬:১৪ পিএম


পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে নারী নিহত

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে তার ছয় বছরের মেয়ে।

রোববার সকালে পিরোজপুর পৌরসভার মরিচাল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রুবী বেগম পিরোজপুর পৌরসভার মরিচাল গ্রামের মিরাজ সরদারের স্ত্রী। ঝড়ে আহত এ দম্পতির মেয়ে মেহজাবিনকে (৬) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতালের চিকিৎসক মো. রমজান আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে আহত রুবী বেগমকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। এ ঘটনায় গুরুতর আহত মেহজাবিনকে (৬) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত রুবি নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, মৃতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

ইএইচ

Link copied!