Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পানের বরজে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির চাল বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৪, ০৮:০১ পিএম


পানের বরজে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির চাল বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুর পুর ইউনিয়নের রায়টা, আড়িয়াকান্দী, মাধবপুর গ্রামে ফসলের মাঠে গত মাসে পানবরজসহ বিভিন্ন ফসলে আগুন লেগে পুড়ে যায়। আগুনের লেলিহান শিখায় পোড়া ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের পক্ষে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বিতরণ করেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বকুল আলী, বিএনপি নেতা শাহজালাল মিন্টু, ২নং ওয়ার্ড বিএনপি নেতা মকলেছুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপি নেতা আবু হাসান, রমজান আলী, ছানোয়ার হোসেন, ভেড়ামারা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. ওলিউর রহমান, আব্দুর রহমান, ভেড়ামারা উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাহাজুল ইসলাম, মো. সজীব হোসেন, সাবেক ছাত্র নেতা মো. রফিকুল ইসলাম, ছাত্রনেতা আলমগীর হোসেন,মিঠুন প্রমুখ।

স্থানীয় কৃষক জানান, তার প্রায় ত্রিশ পিলি বরজ পুড়ে ছাই হয়ে গেছে যার দাম দেড় লাখ টাকা।

স্থানীয় কৃষক বকুল আলী বলেন, তার পান বরজের পানের দাম প্রায় পাঁচ লক্ষ টাকার মতো। স্বপ্ন দেখেছিলাম এবার চৈত্র মাসে বিক্রি করে থাকার জন্য একটা পাকা বাড়ি তৈরি করবো আমার সে স্বপ্ন আজ পুড়ে ছাই হয়ে গেল।

ইএইচ

Link copied!