Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে ২ টাকায় ব্যাতিক্রমী ঈদ বাজার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৪, ০৩:২০ পিএম


কিশোরগঞ্জে ২ টাকায় ব্যাতিক্রমী ঈদ বাজার

কিশোরগঞ্জে গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে মাত্র ২ টাকায় ব্যতিক্রমী ঈদ বাজারের আয়োজন করেছে কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরাম নামে সামাজিক সংগঠন।

সোমবার দুপুরে জেলা শহরের নগুয়া এলাকায় আয়োজিত এই বাজারে তিন শতাধিক পরিবারকে দেয়া হয় ঈদের বাজার।

এতে প্রতিটি পরিবার দুই টাকার বিনিময়ে ১০ ধরনের হাজার টাকার পণ্য কিনে নিয়ে যায়। ঈদ উপলক্ষে নামমাত্র দামে প্রয়োজনীয় ঈদসামগ্রী পেয়ে খুশি হয়েছে পরিবারগুলো।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এই ঈদ বাজারের আয়োজন করা হয়।

দুই টাকায় প্রতি পরিবারকে একটি শাড়ি, একটি লুঙ্গি, এক কেজি পোলাও চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, দুধ, লবণ, সাবান ও স্যাম্পু দেওয়া হয়। নামমাত্র মূল্যে ঈদের জন্য এত খাদ্যসামগ্রী পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে।

কোনও ধরনের আনুষ্ঠানিকতা না করে অসহায় মানুষের জন্য খুলে দেওয়া হয় এই বাজার। সবাই নিজের হাতে পণ্যগুলো নিয়ে হাসিমুখে বাড়ি ফেরেন।

দুই টাকায় কেনাকাটা করা আমেনা খাতুন বলেন, ‘আজ আমি অনেক খুশি। এতো কম টাকায় ঈদের এতো বাজার করতে পারব চিন্তাও করতে পারিনি। রোজার মাসে তেমন কাজকর্ম নেই। চিন্তায় ছিলাম এবার ঈদে ছেলে-মেয়েদের সেমাইও খাওয়াতে পারব না। কিন্তু আজকে এ ঈদ বাজার সেই সুযোগটা করে দিয়েছে।’

মাত্র ২ টাকায় হরেক রকম এমন ঈদ বাজারের আয়োজক কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি বলেন, ‘পাচঁ বছর ধরে আমরা এ ধরনের বাজারের আয়োজন করছি।প্রতিবছরের ন্যায় এবারো তিন শতাধিক পরিবারকে ঈদসামগ্রী দেওয়া হয়েছে।’

এনায়েত করিম অমি আরও বলেন, ‘ঈদে ধনী-গরিব নির্বিশেষে সবাই পরিবার-পরিজন নিয়ে একটি দিন উৎসবে থাকতে চায়। কিন্তু নিম্নবিত্ত মানুষের তেমন সামর্থ থাকে না। তাই আমরা তাদের জন্য এমন আয়োজন করেছি। দুই টাকা মূল্য থাকায় কেউ ফ্রি নিয়েছে ভাবতে পারবে না। তারা মনে করবে, টাকা দিয়েই এসব সামগ্রী কিনেছে। আমরা আমাদের সাধ্যমতো তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আরও বড় পরিসরে করার চেষ্টা করবো।’

ইএইচ

Link copied!