বরিশাল ব্যুরো
এপ্রিল ৮, ২০২৪, ০৪:১৬ পিএম
বরিশাল ব্যুরো
এপ্রিল ৮, ২০২৪, ০৪:১৬ পিএম
বরিশাল জেলার হিজলা ও মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়েছে। পাশাপাশি জাটকা বিক্রির অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, র্যাব-৮, হিজলা নৌপুলিশ ও মুলাদী থানা পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি মশারি জাল পাশাপাশি ২ হাজার ২০০ কেজি জাটকা মাছ জব্দ করেছে। পরবর্তীতে মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এছাড়াও জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। একইসাথে জাটকা বিক্রির অপরাধে মুলাদীর চর লক্ষীপুর গ্রামের ইউসুফ খানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইএইচ