Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঝালকাঠিতে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৪, ০৫:১৭ পিএম


ঝালকাঠিতে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল উদ্ধার

ঝালকাঠির বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।

সোমবার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মোবাইল মালিকদের কাছে উদ্ধারকৃত ১৬টি মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরানসহ জেলার গুরুত্বপূর্ণ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, ঝালকাঠি জেলার বিভিন্ন স্থান থেকে পৃথক সময়ে ১৬টি মোবাইল হারিয়ে যায়। হারিয়ে যাওয়া মোবাইলের মালিক আমাদের কাছে আইনের আশ্রয় নেন। পরামর্শ অনুযায়ী তারা সাধারণ ডায়েরী করলে তথপ্রযুক্তির সাহায্যে ট্রাকিং করে মোবাইলগুলো উদ্ধার করতে সক্ষম হই। মোবাইলের প্রকৃত মালিককে ডেকে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, ডাকাতি মামলার ১০, অপহরণ মামলার ১, হত্যা মামলার ৯ ও মাদক মামলার ১১ আসামিকে আটক করা হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সবসময় সচেষ্ট ও তৎপর রয়েছে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!