Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৪, ০৬:৪৯ পিএম


গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় গাছ থেকে পড়ে মো. বশির উদ্দিন হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত বশির পূর্ব টিয়াখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বশির পশ্চিম টিয়াখালীর সাবেক ইউপি সদস্য আফতার হাওলাদারের বাড়িতে গাছ কাটছিল। এ সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইএইচ

Link copied!