Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে চুরি, গ্রেপ্তার ১

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৪, ০৭:৪৮ পিএম


পিরোজপুরে প্রবাসীর বাড়িতে চুরি, গ্রেপ্তার ১

পিরোজপুরে ওমান প্রবাসীর বাড়িতে চুরি হওয়া ৩ ভরি স্বর্ণালংকারসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওমান প্রবাসী মোসা. মরিয়ম আক্তার সীমা (৩৫) ও তার স্বামী মো. ইমরান শেখ পিরোজপুরের দূর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ জীবগ্রাম বাবার বাড়িতে বসবাস করেন।

পিরোজপুর জেলার পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম (পিপিএম),  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খান, সদর থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামানসহ (পিপিএম) জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপার জানান, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া বাকী মালামালগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!