Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৪, ০৫:০১ পিএম


কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসান বাহার সূচনা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

সোমবার সকালে তিনি ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদির কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।

এর আগে কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন মেয়র তাহসিন বাহার সূচনা।

গত ৯ মার্চ উপ-নির্বাচনে বিএনপি নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথম নারী মেয়র হিসেবে চেয়ারে বসলেন তাহসিন বাহার।

এর আগে গত ৪ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেয়র হিসেবে দায়িত্ব পালন করার শপথ পাঠ করেন তিনি।

তাহসিন বাহার সূচনা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের জ্যেষ্ঠ কন্যা। এছাড়া তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণ করে তাহসিন বাহার সূচনা সাংবাদিকদের জানান, মেয়র হিসেবে তার প্রথম দায়িত্ব নগরের যানজট নিরসন করা। একে একে তিনি তার প্রতিশ্রুতি সব কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবেন।

ইএইচ

Link copied!