Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রাম শিশু একাডেমিতে পহেলা বৈশাখ উদ্‌যাপন

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

এপ্রিল ১৫, ২০২৪, ১১:০৮ এএম


চট্টগ্রাম শিশু একাডেমিতে পহেলা বৈশাখ উদ্‌যাপন
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নৃত্য পরিবেশন করছেন জেলা শিশু অ্যাকাডেমির শিক্ষার্থীরা।

চট্টগ্রাম শিশু একাডেমিতে পহেলা বৈশাখ উদ্‌যাপন হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলার উদ্যোগে শুভ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষ্যে শিশু অ্যাকাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

‘এসো হে বৈশাখ এসো এসো’ শ্লোগানে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বাদ্যের তালে তালে গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যের লোকজ উৎসব পালকি, পুতুল, রঙিন প্ল্যাকার্ড মঙ্গল শোভাযাত্রায় যোগ করেছে অনন্য মাত্রা। 

সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশু অ্যাকাডেমির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।

 এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা, জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও সংসদের চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সরোয়ার কামাল ও অ্যাকাডেমির জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন।

উল্লেখ্য যে, পহেলা বৈশাখ উপলক্ষ্যে গত ৮ এপ্রিল সোমবার শিশু একাডেমি প্রাঙ্গণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Link copied!