Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাদারীপুরে ৬ জুয়াড়িসহ গ্রেপ্তার ৮

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৪, ০৩:৫৩ পিএম


মাদারীপুরে ৬ জুয়াড়িসহ গ্রেপ্তার ৮

মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার চর মস্তফাপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জুয়াড়ি এবং অন্যস্থানে থেকে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সেন্টু মাতুব্বর (৩৫), সঞ্জয় রায় (৩৫), মো. মোক্তার মল্লিক (৩০), শাহাদাত মল্লিক (২৯), মো. সুমন (৩০), মো. শাহিন (৩০) এবং ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল (২৭) ও শান্তা (২৬)।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছয় জুয়ারি ও দুই জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!