Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নোয়াখালীতে নারী সংসদ সদস্যকে সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৪, ০৫:০৯ পিএম


নোয়াখালীতে নারী সংসদ সদস্যকে সংবর্ধনা

জাতীয় নেতা আবদুল মালেক উকিলের কনিষ্ঠ পুত্রবধূ খালেদা বাহার বিউটি জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে শ্বশুর বাড়ি নোয়াখালীতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার বিকালে জেলা শহরের হরিনারায়ণপুর এলাকায় চেয়ারম্যান পার্কে খালেদা বাহার বিউটিকে গণসংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা গ্রহণ করেন সংসদ সদস্য খালেদা বাহার বিউটি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, শিক্ষক নেতা আবুল কাশেম প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্য খালেদা বাহার বিউটিকে ফুলেল শুভেচ্ছা জানান।

ইএইচ

Link copied!