Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহেশপুরে পহেলা বৈশাখ উদযাপন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৪, ০৫:৩৮ পিএম


মহেশপুরে পহেলা বৈশাখ উদযাপন

ঝিনাইদহের মহেশপুরে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বকুল তলা থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুল তলায় গিয়ে শেষ হয়। পরে বকুলতলায় আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী সৈয়দ শারিয়ার আকাশ, মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফর হোসেনসহ উপজেলার কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

ইএইচ

Link copied!