Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

উপজেলা পরিষদ নির্বাচন: মধুপুর ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৪, ০৫:৪৭ পিএম


উপজেলা পরিষদ নির্বাচন: মধুপুর ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনের আজ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- সরোয়ার আলম খান আবু, ইয়াকুব আলী, মীর ফরহাদুল আলম মনি।

ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন- মো. হেলাল উদ্দিন, খন্দকার শামসুল আরেফিন, শরীফ আহমেদ, সজীব, হারাধন চন্দ্র সিংহ, আবুল খায়ের মোহাম্মদ শহিদুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোট ৪ জন প্রার্থী। তারা হলেন-  মোছা. মিনারা বেগম, যষ্ঠিনা নকরেক, নিগার সুলতানা রুবি ও সন্ধ্যা সিমসাং।

আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানান, মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরীন।

ইএইচ

Link copied!