Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৪, ০৬:১৭ পিএম


টাঙ্গাইলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

টাঙ্গাইল জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার অনুষ্ঠিত ওই সভায় পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রায় মহাসড়ক পরিস্থিতিসহ জেলার আইনশৃঙ্খলা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়।

টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, আলহাজ আমানুর রহমান খান রানা এমপি, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

ইএইচ

Link copied!