Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় ৪৩ জন মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৪, ০৬:৫৬ পিএম


চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় ৪৩ জন মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি উপজেলায় আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম জানান, চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি আরও জানান, নাচোল উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

অন্যদিকে গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জনসহ মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অপরদিকে ভোলাহাট উপজেলায় মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইএইচ

Link copied!