Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৪, ০৮:০৫ পিএম


কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে দ্রুত মহাসড়ক পার হওয়ার সময় একটি  যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কালিয়াকৈর বাইপাস ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বড়ইইতলী গ্রামের ব্যবসায়ী মো. মোজাম্মেল হকের ছেলে মো. আসিফ মাহমুদ (২৫) এবং তার স্ত্রী তানজিম বকশী (২১)।

জানা যায়, গত বছরের জুলাই মাসে আসিফ ও তানজিমের বিয়ে হয়। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়া গ্রামে এক স্বজনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিয়ে রোববার মধ্যরাতে তারা বাড়ি ফিরছিলেন। কালিয়াকৈর বাইপাস এলাকায় দ্রুত মহাসড়ক পার হওয়ার সময় টাঙ্গাইলগামী মাহী স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়।

এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!