Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, আহত ৪ শিশু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৪, ০৮:১৪ পিএম


পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, আহত ৪ শিশু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী গুচ্ছগ্রাম এলাকায় পুকুরে ডুবে আঁখি মনি (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় অন্যান্য চার সহপাঠী পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গুড়িয়াটারী গুচ্ছগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে বেলা ১২ টার দিকে খেলার জন্য বেড় হয়ে যায় আঁখি মনিসহ সমবয়সি ৫ সহপাঠী। এ সময় তাঁরা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে ও ডুবে যায়। ওই শিশুদের পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজতে থাকে। সন্দেহজনকভাবে পুকুরে নামলে অসুস্থ অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখি মনিকে মৃত ঘোষণা করেন। 

আহত অপর ৪শিশুরা হলেন- ওই এলাকার মফিজুল ইসলামের মেয়ে মল্লিকা আক্তার (১১), মোখলেছুর রহমানের মেয়ে সুমা আক্তার (১২), নাইম (১০) আব্দুল গফুরের মেয়ে শারিকা আক্তার (১২)। শাখিকা আক্তারের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মৃত আঁখি মনির ওই এলাকার শরিফুল ইসলাম মেয়ে।  আঁখি মনি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। 

এবিষয়ে বুড়িমারী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসানুজ্জামান হাসান বলেন, ‘শুনেছি বেলা ১২ টার দিকে বাড়ি থেকে খেলতে যায় আঁখিসহ বেশ কয়েকজন। এসময় সবার অজান্তে পুকুরে ডুবে আঁখির মৃত্যু হয়।’

আরএস

Link copied!