Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৪, ০৮:৩৮ পিএম


মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন।

সোমবার বিকালে জেলার ধামরাই মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলাধীন শেওড়াতলী এলাকায় মোটরসাইকেল রেস করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আশুলিয়া থানার গোহাইলবাড়ী এলাকার নুর ইসলামের ছেলে শফিউদ্দিন (১৮) ও একই এলাকার নুরুল আমীনের ছেলে রায়হান (২০)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বিকালে ধামরাই মাওনা আঞ্চলিক সড়কে কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী এলাকায় ঘুরতে এসে দুটি মোটরসাইকেল প্রতিযোগিতায় লিপ্ত হয়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা হয়ে সড়ক থেকে ছিটকে পরে তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্মরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আরও একজনকে গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম ঘটনাটি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!