টাঙ্গাইল প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৪, ০৮:৪৪ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৪, ০৮:৪৪ পিএম
টাঙ্গাইল জেলা চৌধুরী পরিবার ও সমমনা উন্নয়ন সমিতির ঈদ পুনর্মিলনী ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে পৌর শহরের থানা পাড়া মালঞ্চ হল টাওয়ার মাঠ প্রাঙ্গণে চৌধুরী পরিবার ও সমমনা উন্নয়ন সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুন্না চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর উল্কা বেগম, সাবেক কাউন্সিল মিজান চৌধুরী, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া, সাধারণ সম্পাদক মাহাতাব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান সানি, সমমনা উন্নয়ন সমিতির সভাপতি মিজান চৌধুরী, সাধারণ সম্পাদক সেলি চৌধুরী প্রমুখ। এ সময় জেলা চৌধুরী পরিবার ও সমমনা উন্নয়ন সমিতির অনন্য সদস্য ও পরিবারবর্গ।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বালিশ খেলা, হাঁড়ি ভাঙা ও ফুটবল ফ্রি কিক খেলা। পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
ইএইচ