Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শেবাচিমের প্রিজন সেলে হত্যার ঘটনায় মামলা, তিন কারা পুলিশ বরখাস্ত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ১৬, ২০২৪, ০২:৫২ পিএম


শেবাচিমের প্রিজন সেলে হত্যার ঘটনায় মামলা, তিন কারা পুলিশ বরখাস্ত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের প্রিজন সেলে এক আসামিকে অপর আসামি পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম। এছাড়াও তিন কারা পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়রর জেল সুপার রত্না রায়।

এর আগে রোববার দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যার মামলা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।

তিনি জানান, মামলার বাদী হয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. নুর-ই আলম সিদ্দিকী।

সিনিয়র জেল সুপার জানান, প্রাথমিক তদন্তে কারা পুলিশ সদস্যদের দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!