কক্সবাজার প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৪, ০৭:১২ পিএম
কক্সবাজার প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৪, ০৭:১২ পিএম
কক্সবাজারের উখিয়ায় আলোচিত ও চাঞ্চল্যকর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দুপুরের দিকে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কামাল উদ্দিন (৩৯) ও হেলাল উদ্দিন (২৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী মো. কামালকে চট্টগ্রাম সীতাকুন্ড থেকে এবং হত্যার সহযোগী হেলালকে কক্সবাজার জেলার উখিয়া কোটবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ৩১ মার্চ ভোর সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল বনদস্যু। খবরে পেয়ে বনবিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা সাজ্জাদুজ্জামানসহ কয়েকজন বনকর্মী ঘটনাস্থলে যান। এ সময় তিনিসহ মোটরসাইকেল আরোহী দুইজনকে পাচারকারীদের মাটিভর্তি ডাম্প ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাজ্জাদুজ্জামানের মৃত্যু হয়।
ইএইচ