Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

কালবৈশাখী ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারের স্পৃষ্টে শিশুর মৃত্যু

গোসাইরহাট (শরীয়তপুর):

গোসাইরহাট (শরীয়তপুর):

এপ্রিল ১৭, ২০২৪, ০২:৪০ পিএম


কালবৈশাখী ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারের স্পৃষ্টে শিশুর মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাটে বৈশাখী ঝড়ের তাণ্ডবে ছিঁড়ে গিয়েছিল বৈদ্যুতিক তার। ফুফাতো বোনের সঙ্গে খেলতে গিয়ে সেই তারে স্পৃষ্ট হয়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়া বাগানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সানজিদা (৭) হাটুরিয়া বাগান বাড়ি গ্রামের মো. মনির খান ও খাদিজা দম্পতির মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড় হয়। ঝড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়। সকালে ফুপাতো বোন সাহারার সঙ্গে বাড়ির পাশের পরিত্যক্ত একটি ভিটায় খেলতে যায় সানজিদা। ঝড়ে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তারের ওপর পাড়া দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সানজিদা। এসময় ফুফাতো বোন সাহারা চিৎকার করলে স্থানীয়রা এসে সানজিদাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সানজিদার চাচা মো. রাকিব আমার সংবাদকে বলেন, বিদ্যুৎ অফিসের লোকজন যদি ছিঁড়ে যাওয়া তারসমূহ ঠিক করে রাখত অথবা বিদ্যুৎ লাইন বন্ধ রাখত, তাহলে আমার ভাতিজি বিদ্যুৎ স্পৃষ্ট হতো না। আমার ফুটফুটে ভাতিজি শেষ হয়ে গেলো।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ আমার সংবাদকে বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু সংবাদ পেয়েছি। এঘটনায় শিশুটির পরিবার অভিযোগ না করলে অপমৃত্যু মামলা হবে।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আলতাপ হোসেন আমার সংবাদকে বলেন, ছিঁড়ে যাওয়া তারে স্পৃষ্ট হয়ে এক শিশু মারা গেছে, এমন একটি সংবাদ আমি একটু আগেই জানতে পেরেছি। বিষয়টি খুবই দুঃখজনক। যদি বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বিআরইউ

Link copied!