Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল মাদরাসাছাত্রের

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৪, ১১:১২ এএম


কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল মাদরাসাছাত্রের

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৈশাখী মেলা বসানোকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে মো. শাওন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও সাতজন আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শাওন উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের জমাদার বাড়ির কচি মিয়ার ছেলে। তিনি স্থানীয় উত্তর রাজারামপুর বশিরিয়া মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিয়াস নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

সেনবাগ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, প্রথমে কেউ ঘটনার সত্যতা স্বীকার করেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি শাওন নিহত হয়েছে। তার লাশ ফেনী সদর হাসপাতালে রয়েছে।

ইএইচ

Link copied!