Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৪, ১২:৩৬ পিএম


মাটিরাঙ্গায় সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে ইউপি সচিব, উদ্যোক্তাদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে অংশীজন ইউপি সচিব, উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সিএ মো.নুরুল আলম, মাটিরাঙ্গা সদর ইউপি সচিব মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউপির সচিব, উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বর্তমান সরকারের বিভিন্ন গণমুখী কার্যক্রমের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থিক সুরক্ষায় সর্বজনীন পেনশন কার্যক্রমটি একটি যুগান্তকারী উদ্যোগ জানিয়ে বলেন, আগামী রোববার থেকে প্রতিটি ইউনিয়ন একযোগে সার্বজনীন পেনশন স্কিম কার্যক্রম শুরু করা হবে। উপজেলার প্রতিটি নাগরিক যেন এই স্কিমের আওতায় আসে সেজন্য ইউপি সচিবদের পেনশন স্কিম নিয়ে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানাচ্ছি।

ইএইচ

Link copied!