Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দুই শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৪, ০২:১৬ পিএম


দুই শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম ও সহকারী শিক্ষিকা তামান্না নুসরাতের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে।

অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার দেড় শতাধিক নারী-পুরুশ অংশগ্রহণ করেন।

এ সময় প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলামকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের হোতা আখ্যা দিয়ে এবং এ দুই শিক্ষকের পরকীয়ার পরে বিয়ের ঘটনার তীব্র সমালোচনা করে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কলামিস্ট নূর হোসাইন মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন, অভিভাবক প্রভাষক মো. ফারুক হোসেন, শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, অভিভাবক সালমা বেগম, সাংবাদিক মো. শাহজাহান মিয়া প্রমুখ।

অভিযুক্ত প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম জানান, সহকারী শিক্ষিকা তামান্না নুসরাতকে বৈধ ও আনুষ্ঠানিকভাবে বিয়ে করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. সাঈদুর রহমান স্বপন বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করা হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

ইএইচ

Link copied!