Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নান্দাইলে ধানক্ষেত থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৪, ০২:২৩ পিএম


নান্দাইলে ধানক্ষেত থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে ধানক্ষেত থেকে নাজমা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১০টার দিকে নান্দাইল টু দেওয়ানগঞ্জ রাস্তার পাশে চারিআনিপাড়া বড়বড়িয়া বিলের ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

জানা গেছে, গৃহবধূ নাজমা আক্তার চারিআনিপাড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী এবং সে চার সন্তানের জননী।

তবে স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ওই গৃহবধূকে বিলের রাস্তায় একা পেয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের খোঁজে পুলিশ তৎপর রয়েছে ৷ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!