Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

সলঙ্গায় অজ্ঞাত বাসচাপায় পথচারীর মৃত্যু

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৪, ০২:২৯ পিএম


সলঙ্গায় অজ্ঞাত বাসচাপায় পথচারীর মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় আব্দুল হালিম (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সে ধোপাকান্দি গ্রামের  মৃত খোরশেদ আলমের ছেলে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুলকাটার জন্য বাড়ি থেকে বের হয় আব্দুল হালিম। ধোপাকান্দি ব্রিজের পূর্বপাশে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।  

হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!