Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাঙামাটিতে বজ্রপাতে প্রাণ গেল কিশোরীর

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৪, ০৩:০৮ পিএম


রাঙামাটিতে বজ্রপাতে প্রাণ গেল কিশোরীর

ময়মনসিংহ থেকে মামার বাড়ি বেড়াতে এসে রাঙামাটির লংগদুতে বজ্রপাতে আয়েশা আক্তার (১১) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ সময় একই পরিবারের ২ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে কালবৈশাখী ঝড় বয়ে গেলে লংগদু ভাইবোনছড়ায় একটি কাঁচা ঘরের উপর হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘরের ভিতর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঘুমিয়ে থাকা অবস্থায় আয়শা আক্তার গুরুতর আহত হন।

তাকে তাৎক্ষণিক লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অপর ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লংগদু থানার পরিদর্শক (ওসি তদন্ত) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!