Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তীব্র গরমের পর কলাপাড়ায় স্বস্তির বৃষ্টি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৪, ০৩:৪৪ পিএম


তীব্র গরমের পর কলাপাড়ায় স্বস্তির বৃষ্টি

দীর্ঘ বিরতি ও তীব্র গরমের পর পটুয়াখালীর কলাপাড়ায় মাত্র তিন মিনিট বৃষ্টি হয়েছে। এতে কোনো ঝড়ো বাতাস ছিল না।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ বৃষ্টি শুরু হয়। একটানা তিন মিনিট বৃষ্টি হয়ে থেমে যায়। আবার নামমাত্র গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলে আরও ১০ মিনিট। এর পর চলে রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা।

এর আগে সকাল থেকে উপজেলার আশপাশের আকাশ কিছুটা মেঘাছন্ন ছিল। এর মধ্যে দু-একবার মেঘের গর্জন শোনা গেছে। তবে কোন বজ্রপাতের খবর পাওয়া যায়নি।

বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেড় হওয়া পথচারী মোতালেব মিয়া বলেন, দীর্ঘ গরমের কষ্টের পরে সামান্য বৃষ্টি হয়েছে। এ কারণে গরমের পরিমাণ কিছুটা হলেও কমবে।

মাঠে গরু নিতে আসা তাপস রায় নামে আরেক ব্যক্তি বলেন, দীর্ঘসময় বৃষ্টিহীনতার কারণে মাঠে কোন ঘাস নেই, যে বৃষ্টি হয়েছে এতে কিছুই হয়নি। আরও অন্তত ২০ মিনিট বৃষ্টি হলে কিছুটা হলেও মাঠে ঘাস জন্মাত।

খেপুপাড়া আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার অফিসার মো. জিল্লুর রহমানের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি, তাই বৃষ্টির পরিমাণ জানা যায়নি।

পটুয়াখালী আবহাওয়া অফিসে কর্মরত আবহাওয়াবিদ মাহবুবা সুখী জানান, গরমের এই পরিস্থিতি আরও ৭২ ঘণ্টা বা তিনদিন চলতে পারে।

বৃষ্টির বিষয়ে তিনি বলেন, বর্তমানের চলমান এ রকম পরিস্থিতি ৭২ ঘণ্টার পরেও আরও দীর্ঘায়িত হতে পারে। তবে, মাঝে মধ্যে সামান্য বৃষ্টি ও বাতাসের সম্ভাবনাও রয়েছে।

ইএইচ

Link copied!