Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গাইবান্ধায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৪, ০৪:১৫ পিএম


গাইবান্ধায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

গাইবান্ধার পলাশবাড়ীতে গরু চুরির বিচার-মামলার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজু ইসলাম বাবু (৩২) নামে যুবক খুন হয়েছেন।

বুধবার দিনগত রাতে সাড়ে ৮টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নে আমলাগাছি-ঢোলভাঙা সড়কের বেলতলা এলাকায় এ হামলার শিকার হন তিনি।

পরে রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজু ইসলাম ওরফে বাবু ওই ইউনিয়নের পূর্বগোপালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার উদয় কুমার।

বলেন, সম্প্রতি এলাকায় গরু চুরির বিচার-মামলার জেরে বাবুর ওপর ক্ষিপ্ত ছিল প্রতিপক্ষরা। এরই ধারাবাহিকতায় রাতে আমলাগাছি-ঢোলভাঙা সড়কের বেলতলা এলাকায় বাবুর ওপর হামলা চালায় রমজান, খলিল, খাইরুল।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইএইচ

Link copied!