Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আলমডাঙ্গায় পান বরজে আগুন, পুড়ে শেষ হলো কৃষকের স্বপ্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৪, ০৬:৫৮ পিএম


আলমডাঙ্গায় পান বরজে আগুন, পুড়ে শেষ হলো কৃষকের স্বপ্ন

প্রায় দুই‍‍`শ পিলি পানবরজ ও পানি উত্তোলনে ব্যবহৃত মেশিন (মন্টু মেশিন) আগুনে পুড়ে পুড়ে গেছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাপানিয়া গ্রামের তুহিন মিয়ার ওরফে তুতা মিয়ার(৪৫) বরজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

স্থানীয়রা জানান,  দুপুর ১২টার সময় তীব্র গরম সহ্য না করতে পারায় কৃষকদের বড় অংশ তখন বাড়ি ফেরার পথে রওনা দিয়েছে। তাই মাঠে ওই সময় খুব বেশি মানুষ ছিল না আর আশেপাশে পানির ব্যবস্থা ছিল না তাই অল্প কিছু মানুষের পক্ষে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আশা সম্ভব হয়নি, ফলে পুরো বরজ ও সেচ কাজে ব্যবহার করার জন্য ব্যবহৃত মেশিন পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, উক্ত পান বরজের থেকে তাদের সাংসারিক খরচ ব্যয় করা হয়। আয়ের এই উৎসটি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ায় তাদের জীবনের সাধারণ গতি ব্যাহত হবে। 

আরো জানা গেছে, ঘটনার দিন সকালে উক্ত বরজ থেকে পান বিক্রয়ের জন্য বাজারে নিয়ে এসেছিল তুতা মিয়া।

আরএস

Link copied!