Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সারাদেশে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৪, ০৮:৩১ পিএম


সারাদেশে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জাতীয়ভাবে সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। 

এ বিষয়ে আমার সংবাদ প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :

নেত্রকোনা প্রতিনিধি : ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নেত্রকোনা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এই সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আরিফুর রহমান কনক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ, নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলী প্রমুখ। 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : বৃহস্পতিবার  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্স দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রদর্শনীতে বিভিন্ন খামারির ৫৭টি স্টল অংশগ্রহণ করে। উদ্বোধন শেষে খামারিদের স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা।

উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. নাহিদুল ইসলামসহ অন্যরা। 

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি :  বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পট্য়ুাখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা জাফর আহমেদ, পিআইও মিঠুন চন্দ্র মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম মিয়া, জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমান শাহিন প্রমুখ। 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) হাসিবুল হাসান, কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. মানবেন্দ্র মজুমদার, মেডিকেল অফিসার সজল সোম প্রমুখ।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সহকারী কমিশনার (ভ‚মি) আমির সালমান রনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আতাউর রহমান প্রমুখ। 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, সানজিদা বেগম লাকী প্রমুখ।

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে উপজেলা নির্বাহী অফিসার আবুল মো. আবুল হায়াতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় প্রমুখ।

আলোচনায় অতিথিরা বলেন, সমাজ ও অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান ব্যাপক ও বহুমুখী। জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে মেধাবী জাতি গঠনে প্রাণিসস্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : গোমস্তাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও নিশাত আনজুম অনন্যা। স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী। উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, ওসি চৌধুরী জোবায়ের আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রদর্শনী উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা ভেটেরিনারি অফিসার ডা.  আমবার আলী, রংপুর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের উপপরিচালক নাজমুল হুদা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমি আক্তার প্রমুখ। 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে ত্রিশালে সেবা সপ্তাহ উদ্যাপন করা হয়েছে।

 বৃহস্পতিবার ত্রিশাল দুখুমিয়া পার্কে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। প্রদর্শনী উদ্বোধন করেন সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা  জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ এবিএম আনিছুজ্জামান আনিছ। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, প্রাণিসম্পদ অফিসার ডা. নাজরীন সুলতানা প্রমুখ। 

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ইটনায় বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটরিয়াম মাঠে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন চৌধুরী কামরুল হাসান, চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সভাপতি আওয়ামী লীগ ইটনা শাখা, বিশেষ অতিথি ছিলেন জাকির রাব্বানী, অফিসার ইনচার্জ, ইটনা থানা। 

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে গতকাল বেলা ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, ডা. সিদ্দিকুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নড়াইল, মেয়র আঞ্জুমান আরা, নিজাম উদ্দীন খান নিলু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, নড়াইল প্রমুখ।

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি : প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী  গতকাল সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে তুষভাণ্ডার রমণী মোহন সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন, কালীগঞ্জ উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আসাদ, কাশিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজি আরা বেগম, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ কমলেন্দু রায় মিন্টু, তুষভাণ্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ প্রমুখ।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি : মেলা উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাসেদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার পৃথ্বিজ কুমার দাস। বিশেষ অতিরি বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার রাজীব কুমার রায়, কৃষি অফিসার কাজী এজাজুল করিম সমবায় অফিসার মোরাদ হোসেন প্রমুখ। 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : নাঙ্গলকোট উপজেলায় প্রদর্শনী  বৃহস্পতিবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবদুল মালেক, সহকারী কমিশনার (ভ‚মি) মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা প্রমুখ। 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :   ইসলামপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সকালে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাসের বাবুল, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আ.লীগের সহসভাপতি অধ্যক্ষ আব্দুল নাসের চৌধুরী চার্লেস প্রমুখ। 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বেলকুচি উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে গতকাল সকালে প্রাণিসম্পদ দপ্তর সংলগ্ন মাঠে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান নবীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শিবানী সরকার, বেলকুচি থানার ওসি আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ প্রমুখ।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ১১টায় নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, আনসার-ভিডিপি কর্মকর্তা রুবিসহ এআই টেকনিশিয়ান ও খামারিরা।

বাঘাইছড়ি প্রতিনিধি:   বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। অতিথিদের মধ্যে বাঘাইছড়ি থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ও প্রেস ক্লাব সভাপতি দীলিপ দাশ উপস্থিত ছিলেন।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে গতকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আ. সালাম। বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী আনিসুর রহমান, দিলপি বিশ্বাস, খামারি প্রবোধ ঢালি, সাদ্দাম হোসেন, শাহানা সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলী মোহন।

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি :   বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনি আমিনের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতিয়ার রহমান, সভাপতি শৈলকূপা উপজেলা আ.লীগ। 

আরও বক্তব্য রাখেন আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, মো. মিথুন, সফল খামারি। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সাংবাদিক, বিভিন্ন এলাকা থেকে আগত খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :  বৃহস্পতিবার সকালে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে কেআর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে ও প্রাণিসম্প্রসারণ অফিসার ডা. জান্নাতির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, ওসি শ্যামল কুমার দত্ত, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, মিজানুর রহমান প্রমুখ।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আর তারেক মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভ‚ভুঁইয়া, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোহাম্মদ শামসুল আলম, কসবা প্রেস ক্লাবের সহসভাপতি নেপাল চন্দ্র সাহা ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. গোলাম আজম। 

দিনাজপুর প্রতিনিধি : আলোচনা সভায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার। 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা, শহর আ.লীগ সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, ৫নং শশরা ইউপি চেয়ারম্যান মোকছেদ আলী রানা প্রমুখ। 

লালপুর (নাটোর) প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল কালাম আজাদ মেলা উদ্বোধন করেন। এ সময় গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তানবীন রুবাইয়া সিদ্দিকীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :  বৃহস্পতিবার দুপুরে সেবা সপ্তাহ ও প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অনুক‚ল চন্দ্র সাহা বুদু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক, কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, ওসি মো. রুহুল আমিন, আ.লীগ নেতা অজিত কুমার মণ্ডল প্রমুখ। 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানের ভার্সুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে খেলার মাঠ চত্বরে আলোচনা সভায় ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের সভাপতিত্বে ও উপজেলা ভেটেনারি সার্জন জাফরুল হাসান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, পৌর আ.লীগের আহŸায়ক খলিলুর রহমান তালুকদার, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরকার প্রমুখ। 

আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনী ও স্টল ঘুরে দেখেন। 

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যাপক ডা. আবু জাফর মো. ফেরদৌস, বেগম মানছুরা হাছিন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলম সরওয়ার। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মণ্ডল। 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের  আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওলিউল ইসলাম, তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ। 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএম ব্রহানী সুলতান মাহমুদ (গামা), এমপি। 

বৃহস্পতিবার মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইলা আঞ্জুমান বানু (ইউএনও)। 

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামসুন্নাহারের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদুল হক মোল্লা, চেয়ারম্যান মান্দা উপজেলা পরিষদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, বাংলাদেশ আ.লীগ মান্দা উপজেলা শাখার সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান। 

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি : করিমগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হান্নান মোল্লা, কৃষি কর্মকর্তা মুকশেদুল হক, প্রাণিসম্পদ অফিসার ডা. নাজমুল হাছান, বীর মুক্তিযোদ্ধা মু. ইকবাল, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ প্রমুখ। 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : বৃহস্পতিবার গুরুদাসপুরে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।  সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। 

প্রদর্শনীতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি প্রমুখ। 

অভয়নগর (যশোর) প্রতিনিধি :  অভয়নগরে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ আবুজার সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। 

এ সময় আরও উপস্থিত ছিলেন অভয়নগর থানা পুলিশের উপপরিদর্শক আবু বক্কার সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, বিআরডিবি কর্মকর্তা আবু জিহাদ, আমিনুর রহমান প্রমুখ।

বরিশাল ব্যুরো : বিভাগীয় শহর বরিশালে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বরিশাল উপপরিচালক ও উপসচিব গৌতম বাড়ৈ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মেহেদী হাসান, জেলা প্রাণিসম্পদ অফিসার ড. নুরুল আলম, বরিশাল জেলা পোলট্রি ফার্মার ডেইরি 

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সৌরভ ঘোষ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. প্রদীপ কুমার বিশ্বাস।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : নান্দাইল চণ্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. ফয়জুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিরা সুলতানা, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নজিবুল্লাহ লিটন, নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক আলম ফরাজী, রমেশ কুমার পার্থ, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান প্রমুখ। 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন।

আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাক্ষীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল ইসলাম প্রমুখ।

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে উপজেলার গোড়াই প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকারের সঞ্চালনায় সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ।

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে গতকাল দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপি। 

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) নাশিতা তুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন, কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, সমাজসেবা অফিসার এহছানুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, হোসেনপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্চিত চন্দ্র শীল প্রমুখ।

ভেড়ামারা প্রতিনিধি : ভেড়ামারা উপজেলায় উন্নত জাতের পশুপাখি প্রদর্শনী মেলার আয়োজন করে প্রাণিসম্পদ অধিদপ্তর। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে বিভিন্ন বয়সের মানুষের ভিড় ছিল বেশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া পশুর হাট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুণ্ডু। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিজ ফারজানা, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান, ধরমপুর ইউপি চেয়ারম্যান সামসুল হক, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌস।

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ও প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রভাষক মো. তারিকুল ইসলাম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুল হক, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, ভেটেনারি সার্জন ডা. জাকির হোসেন, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ, খোকসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শেখ মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রানা, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এরপর বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়। 

এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ মাঠপর্যায়ের প্রাণিসম্পদ প্রদর্শনীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

আরএস

 

Link copied!