Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সখীপুরে ৫৩তম মুক্তিবাহিনী দিবস পালিত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৪, ০৩:৪৬ পিএম


সখীপুরে ৫৩তম মুক্তিবাহিনী দিবস পালিত

টাঙ্গাইলের সখীপুরে ৫৩তম মুক্তিবাহিনী দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে এ দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।

বক্তব্য দেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার ও সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ প্রমুখ।

ইএইচ

Link copied!