Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাইবান্ধায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৪, ০৪:১৬ পিএম


গাইবান্ধায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার ফুলছড়িতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করছে এলাকাবাসী।

শনিবার দুপুরে উপজেলার কুকড়ার হাট কাতলামারি আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার প্রায় কয়েক শতাধিক নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজদার রহমান, ভুক্তভোগী আতোয়ার রহমান, মশিউর রহমান সাজু, মো. বিটুল মণ্ডল, মো. ঈসা খান, ইউপি সদস্য আফাস উদ্দিন, আ.ছামাদ, মধু মিয়া, গোলজার রহমান, সাবু মিয়া, সোলায়মানসহ অনেকেই।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী কুকড়ের হাট কাতলামারি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজীবুজ্জামান বলেন, এই মামলাটি ঢাকার বিমানবন্দর থানায় হয়েছে। সেই মামলার এজাহার অনুযায়ী গাইবান্ধার ফুলছড়ি থানার এলাকাধীন হওয়ায় তাকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যেহেতু মামলাটি ফুলছড়ি থানায় হয়নি, তাই মামলার পুরো ঘটনার সম্পর্কে আমার কিছু জানা নাই।

ইএইচ

Link copied!