Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৪, ০৪:৫৩ পিএম


পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ভাষানচর এলাকায় বাড়ির পুকুরে ডুবে বায়েজীদ (৬) ও মারিয়া (৪) নামে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার বাড়ির পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে পার্শ্ববর্তী গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশু স্থানীয় দিনমজুর রাসেল ও ফাতেমা দম্পতির সন্তান। তাদের আর কোনো সন্তান নেই।  

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক ও পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!