Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৪, ০৫:২৪ পিএম


টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সনদ, ম্যাগাজিন ও বৃত্তি প্রদান করা হয়েছে।

জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৭৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। তারমধ্যে থেকে ৭০৪ জন মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন (এমপি)।

স্বাগত বক্তব্য দেন, টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

সভাপতিত্ব করেন, টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. খন্দকার আনিসুল হক। প্রধান বক্তা ছিলেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী ও জেলা আওয়ামী লীগে নেতা আমিনুল ইসলাম খান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টিচার্স ফাউন্ডেশনের সভা ও সেমিনার বিষয়ক সম্পাদক সাবিহা পারভীন।

ইএইচ

Link copied!