Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাগুরায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৪, ০৫:৩১ পিএম


মাগুরায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

মাগুরায় সাকিব আল হাসান ফাউন্ডেশনের উদ্যোগে তীব্র গরমে, জীবিকা নির্বাহে ব্যস্ত পথচারী, অটোরিকশা ও রিকশাচালকদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।

দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে জীবিকা নির্বাহে ব্যস্ত মাগুরা শহরের অটোরিকশা ও রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে খাবার স্যালাইন ও এক বোতল করে ঠান্ডা পানি বিতরণ করেছে সাকিব আল হাসান ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত ছিলেন, সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মাসরুর রেজা কুটিল।

ঠান্ডা পানি ও খাবার স্যালাইন পেয়ে ইজিবাইক ও রিকশাচালকরা বলেন, আমাদের নিয়ে কারো ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে সংসদ সদস্য সাকিব আল হাসান যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

রাব্বি আমিন সোয়ান বলেন, সড়কে চলাচলরত শতাধিক ইজিবাইক ও রিকশাচালককে মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন দেওয়া হয়েছে। সাকিব আল হাসান ফাউন্ডেশনের নির্দেশনা মোতাবেক এ ধরনের আয়োজন চলমান থাকবে।

ইএইচ

Link copied!