Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৪, ০৮:০১ পিএম


বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

সিলেটের ওসমানীনগরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, মিনিবাস চালক আতাউর মিয়া (৩৫) ও ট্রাক চালক আব্দুল মন্নান (৩০)।

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার বিকাল ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কে প্রায় ৪৫ মিনিট সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম (সেবা) দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত দুই চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!