Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মুহুরি নদীতে নিখোঁজ সেই নৌ-সৈনিকের মৃতদেহ উদ্ধার

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

এপ্রিল ২১, ২০২৪, ১০:১১ এএম


মুহুরি নদীতে নিখোঁজ সেই নৌ-সৈনিকের মৃতদেহ উদ্ধার

ফেনীর মুহুরি নদীতে নিখোঁজ নৌবাহিনীর সেই  সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত ৯.২০ ঘটিকার দিকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদীর গভীর থেকে মৃতদেহটি উদ্ধার করেন।

পরশুরাম থানার ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

প্রসঙ্গত, শনিবার (২০ এপ্রিল) দুপুরে জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর এলাকায় গোসল করতে নেমে মো. নিখোঁজ হন আবুল হাসান (২২) নামের এ নৌ সৈনিক।

তিনি ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

বিআরইউ

Link copied!