Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভৈরবে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

এপ্রিল ২১, ২০২৪, ১২:৪০ পিএম


ভৈরবে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাইদুর মিয়া(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) ভোরে পৌর শহরের  চন্ডীবের এলাকায় এই ঘটনা ঘটে। পরে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অবস্থায় সাইদুরের লাশ উদ্ধার করা হয়। নিহত সাইদুর মিয়া চন্ডীবের এলাকার বাছির মিয়ার ছেলে।

খবর পেয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা ফোর্স নিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, আমাদের এলাকায় কিছু দিন যাবত তার চুরির ঘটনা বেড়ে গেছে। রাত পোহালে দেখা যায় কারো না কারো বাড়ির  সার্ভিস তার চুরি হয়েছে। আজ রাতের যেকোনো এক সময় সাইদুর নামে এক চুর বাড়ির তার চুরি করতে গিয়ে মেইন লাইনে জড়িয়ে পরে। এতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভৈরব থানার (ওসি) মো.সফিকুল ইসলাম জানান, রবিবার ভোরে চন্ডিবের এলাকায়  বিদ্যুতের তার চুরি করতে যায়। এ সময় তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় এলাকাবাসী সাইদুর মিয়ার লাশ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।

বিআরইউ

Link copied!