Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নড়াইলে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৪, ০২:৫৩ পিএম


নড়াইলে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

নড়াইলে পানিতে ডুবে তিন্নি (৫) ও তানহা (৩) আপন ভাই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় নড়াইলের সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত দুই শিশু ওই গ্রামের জালাল মোল্লার সন্তান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালের দিকে বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের ঘেরে যায় তানহা ও তিন্নি। পরে ঘের পার ধরে বাবা জালাল মোল্যা একুট দূরে এগিয়ে যান। বাড়িতে কাজ থাকায় মাও বাড়িতে ফিরে আসেন। মা বাড়িতে আসার কিছুসময় পর ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে ঘেরের পানি থেকে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!