Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নিখোঁজের ৮ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৪, ০৩:০০ পিএম


নিখোঁজের ৮ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে চৈত্র সংক্রান্তিতে মা ও দাদির সাথে সুগন্ধা নদীতে গঙ্গা স্নানে গিয়ে নিখোঁজের ৮ দিন পর অদিত্য চক্রবর্তী (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার চড়বহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি নিশ্চিত করেছেন।

নিহত অদিত্য চক্রবর্তী শহরের বাতুরতলা এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে ও নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, শনিবার রাত ৯টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে পরে গিয়ে তাকে উদ্ধার করে শনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!