Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মদনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৪, ০৪:০৫ পিএম


মদনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোনার মদনে ৮ কেজি গাঁজাসহ হীরা মিয়া (৩৫)নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যার মদন থানার এসআই শরিফুল ইসলাম নেতৃত্বে উপজেলা মদন ইউনিয়নের উচিতপুর বালই ব্রিজের পশ্চিম পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি হীরা মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়

গ্রেপ্তার মাদক কারবারি মো. হীরা মিয়া মদন ইউনিয়নের কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, মাদক কারবারি হীরা মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার তাকে নেত্রকোণা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!