Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নেত্রকোণায় গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৪, ০৪:৩৩ পিএম


নেত্রকোণায় গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামে বাড়ির পশে গর্তের পানিতে পড়ে তুষার দাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাঘাটিয়া গ্রামের সুজিত দাসের স্ত্রী ইলা রানী সরকার শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে ছেলে নদীতে কাপড় ধোয়া ও গোসল করে এসে বাড়িতে তুষার দাসকে কোথাও দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করে।

খোঁজাখুজির এক পর্যায়ে তুষারের বাবা সুজিত দাস বাড়ির পাশে মার্টির গর্তের পানিতে তুষারের ভাসমান লাশ দেখতে পায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু তুষারকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা আমার সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টিতে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!