Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিলেটে হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৪, ০৫:০০ পিএম


সিলেটে হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় তীব্র তাপদাহে হিট স্ট্রোক করে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা এলাকায় পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

রিকশাচালক হানিফ মিয়া (৩৪) হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা এবং সিলেট শহরে অস্থায়ীভাবে বসবাস করে রিকশা চালাতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

তিনি জানান, সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এসে অজ্ঞান হয়ে পড়েন একজন রিকশাচালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!