Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আশুলিয়ায় ১৪ মামলার আসামি গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৪, ০৫:১৯ পিএম


আশুলিয়ায় ১৪ মামলার আসামি গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ডাকাতি ও অস্ত্রসহ ১৪ মামলার আসামি কুখ্যাত ডাকাত সর্দার মো. হাসান মোল্লা ওরফে হাসান ডাকাতকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

রোববার দুপুন আড়াইটার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে শনিবার সন্ধ্যার দিকে আশুলিয়ার চারিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হাসান মোল্লা ওরফে হাসান ডাকাত ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা যায়। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ঢাকার আশুলিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল ও নাটোর জেলার বিভিন্ন থানায় ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

ইএইচ

Link copied!