Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৪, ০৬:১১ পিএম


মধুপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে মেম্বার ফোরামের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মেম্বার ফোরামের আয়োজনে উপজেলার অরণখোলা ইউনিয়নের অন্তর্গত মধুপুর গড়ের জলই মহুয়া কটেজে রোববার দিনব্যাপী এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সোহেল।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মৃত্যুবরণ করায় তাদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার আলম খান আবু, চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি, ভাইস চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন, খন্দকার সামছুল আরেফিন শরিফ, সজীব আহমেদ, আবুল খায়ের মোহাম্মদ শহিদুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন- যষ্ঠিনা নকরেক, নিগার সুলতানা রুবি, মিনারা বেগম, সন্ধ্যা সিমসাং, আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন।

পুনর্মিলনী অনুষ্ঠানে মেম্বার ফোরামের কার্যকরী কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি রোস্তম আলী, মি. প্রবীর বর্মণ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সম্পাদক শরাফত আলী, আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মি. তুষার রেমাসহ অন্যান্য কার্যকরী কমিটির সদস্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মেম্বার ফোরামের সহ-সভাপতি মি. প্রবির বর্মণ।

ইএইচ

Link copied!