Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: ১৬ জনের মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৪, ০৬:১৮ পিএম


শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: ১৬ জনের মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তাদের মধ্যে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন- মো. আশরাফুল হক, মো. মহসিন আলী মিয়া, মোহাম্মদ গোলাম কিবরিয়া, মো. গোলাম রব্বানী, মো. জামাল হোসেন (পালাশ) ও সৈয়দ নজরুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন মো. আল মামুন, মো. ইব্রাহিম, মো. নাজমুল আলম, মো. রবিউল খান, মো. শামীম রেজা, মো. সাইফুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন মো. নুরজাহান, মোসা. মুসলেমা খাতুন ও মোসা. শিউলি বেগম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এই নির্বাচনের রিটার্নিং অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!